পণ্য ও সেবার মান সম্পর্কে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজ (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস পালিত হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য— “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান”
এ বছর এসডিজি গোল-১৭-এর ‘অভীষ্ট অর্জনে অংশীদারত্ব’কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
বিএসটিআইয়ের উদ্যোগে—
• প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা অফিসগুলোতে আলোচনা সভা ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে
• বিটিআরসি’র সহযোগিতায় এসএমএস প্রচারণা চালানো হচ্ছে
• রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড টানানো হয়েছে।
বিএসটিআই জানায়, টেকসই উন্নয়নের জন্য দেশীয় উৎপাদনে মান নিশ্চিত করা অপরিহার্য। প্রতিষ্ঠানগুলোর উচিত বিএসটিআই মানদণ্ড অনুসরণ করে পরিবেশবান্ধব পণ্য তৈরি করা, আর ভোক্তাদের উচিত মানসম্পন্ন পণ্য ব্যবহারে সচেতন হওয়া।
Leave a comment