ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে জানান, নিহত সাতজনের চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতা মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর রয়েছেন। তিনি সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অন্ধ্র–ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি সংগঠনের কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে একই জেলার মারেদুমিলি এলাকার কাছে আরেক দফা সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা নিহত হন বলে এডিজি লাড্ডা নিশ্চিত করেছেন।
এদিকে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে মূলধারায় ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার সুফল মিলছে। যারা স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের ‘মর্যাদাপূর্ণ পুনর্বাসন’ নিশ্চিত করতে সরকার প্রস্তুত।চলমান নিরাপত্তা অভিযানকে ঘিরে অন্ধ্রপ্রদেশ ও আশপাশের অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Leave a comment