ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অসভ্য বা বেয়াদব আচরণের ফল কখনো ভালো হয় না এবং রাজনীতিতে শালীনতা বজায় রাখা জরুরি। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি শেখ সাদীর কবিতার একটি লাইন উদ্ধৃত করে বলেন, “বে-আদব, বে-নসিব; বা-আদব, বা-নসিব।” এর ব্যাখ্যায় তিনি বলেন, বেয়াদবের কপাল খারাপ হয়, আর যাদের আদব-কায়দা আছে, তাদের ভাগ্য ভালো হয়।
মির্জা আব্বাস বলেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়াতে চায় না। তার ভাষায়, বিজয় এখন দ্বারপ্রান্তে, তাই কোনো উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই সম্ভাবনাকে নষ্ট করা ঠিক হবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও ধৈর্য ধরে চলার পরামর্শ দেন।
তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ অসৎ উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না—এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও তা যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিএনপি কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, দলটির কর্মীরা উচ্ছৃঙ্খল নন এবং বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। তার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে কালিমালিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে। যাদের নির্বাচনি অভিজ্ঞতা কম, তারাই এ ধরনের প্রচারণায় জড়িত বলে তিনি উল্লেখ করেন।
কিছু তরুণের আচরণে শালীনতার অভাব দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, এ ধরনের আচরণ সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং গণতান্ত্রিক চর্চার জন্য তা সহায়ক নয়। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।
Leave a comment