গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিচালিত চেকপোস্ট কার্যক্রমে এই উদ্ধার অভিযান সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
গোপালগঞ্জ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করলে মো. কাওসার (২৮) নামের এক ব্যক্তির কাছ থেকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানানো হয়েছে। তার পিতার নাম ফজলুল শেখ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিরোজপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এ তথ্যের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে ।
টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। “গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয় এবং তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
টুঙ্গিপাড়া থানার এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক ও বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সেনা ক্যাম্প থেকে তাকে টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a comment