Home আঞ্চলিক ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে পোষা হাতির মৃত্যু
আঞ্চলিকজাতীয়

ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে পোষা হাতির মৃত্যু

Share
Share

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে গুরুতর আহত পোষা হাতি সুন্দরমালা শেষ পর্যন্ত প্রাণে বাঁচেনি। প্রায় দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে হাতিটি মারা যায়।

নিহত হাতিটির বয়স ছিল ৪২ বছর। এর মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম।

ঢাকার প্রাণীসেবা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকেই হাতিটি নিস্তেজ অবস্থায় পড়ে ছিল। দুপুরে তার মৃত্যু হয়। এ সময় হাতিটির মালিকপক্ষের প্রতিনিধি আবদুস সবুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

রাকিবুল হক জানান, উদ্ধার করার পর হাতিটির দাঁড়ানোর মতো শারীরিক শক্তি ছিল না। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল, পেছনের ডান পা নড়াতে পারছিল না এবং পিঠের মেরুদণ্ড বরাবর গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। এসব আঘাতের ফলে রক্তচাপ বেড়ে হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় পৌষসংক্রান্তি উপলক্ষে আয়োজিত রথযাত্রা ও মেলা অনুষ্ঠানে হাতিটিকে ভাড়া নেওয়া হয়েছিল। ইমন ও রাকিব নামের দুই মাহুতের সঙ্গে অনুষ্ঠান শেষে ফেরার পথে গত শনিবার রাতে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় একটি ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি রেললাইন সংলগ্ন একটি ডোবায় পড়ে গুরুতর আহত হয়।

পরদিন রোববার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। পেলোডার যন্ত্র ও রশির সাহায্যে হাতিটিকে ডোবা থেকে ডাঙায় তোলা হয়। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় হাতিটি চরমভাবে দুর্বল হয়ে পড়েছিল। এ সময় তাকে স্যালাইন দেওয়া হয় এবং এর আগে স্টেরয়েড ও অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করা হয়েছিল।

প্রাণী কল্যাণকর্মীরা জানান, সুন্দরমালার একমাত্র সন্তান সাত বছর বয়সী হাতি ‘বীর বাহাদুর’ এখন একাই রয়ে গেল। চলতি মাসের শুরুতে তাকে প্রশিক্ষণের উদ্দেশ্যে মায়ের কাছ থেকে আলাদা করা হলেও বন বিভাগের আপত্তির পর পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক তরুণ বিক্ষোভকারীর ফাঁসি আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত...

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও...

Related Articles

নির্বাচন কমিশন বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাপে একের পর এক...

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে...

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত...

পুরান ঢাকার মেসে জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর...