Home আন্তর্জাতিক যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত …..
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত …..

Share
Share

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি চলন্ত গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। তবে নিহতদের নাম-পরিচয় বা তাদের পরিচিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের আল-জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’। যদিও লেবাননের পক্ষ থেকে নিহতদের সঙ্গে হিজবুল্লাহর সম্পৃক্ততা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এটাই প্রথম নয়—সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে একাধিকবার ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে বোমা নিক্ষেপ করে। একই সঙ্গে আইতারুন এলাকায় দাহ্য গোলাবারুদ ছোড়া হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং নতুন করে উত্তেজনা বাড়ায়।

উল্লেখ্য, দীর্ঘ সংঘাতের পর ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকায় সহিংসতা বন্ধ এবং ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথা ছিল। তবে বাস্তবে সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

লেবাননের বিভিন্ন সূত্র জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনো লিতানি নদীর দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় সেনা উপস্থিতি বজায় রেখেছে। এসব এলাকায় নিয়মিত নজরদারি, ড্রোন উড়ানো এবং সীমিত আকারে সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। ফলে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল (UNIFIL) জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ১০ হাজারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে আকাশসীমা অতিক্রম, ড্রোন নজরদারি, গোলাবর্ষণ এবং সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪০ জন নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৭০ জনেরও বেশি মানুষ। নিহত ও আহতদের একটি বড় অংশ বেসামরিক নাগরিক বলে লেবাননের কর্তৃপক্ষ দাবি করেছে ।

সর্বশেষ এই হামলা নতুন করে প্রমাণ করলো, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও লেবানন-ইসরায়েল সীমান্ত এখনো অস্থিতিশীল। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে আগামী দিনে কূটনৈতিক তৎপরতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বাস্তব পদক্ষেপের ওপর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১২৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এক যুগের বেশি সময় ধরে ঝুলে থাকা এই...

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তনের সূচনা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের...

Related Articles

ইথিওপিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ট্রাক উল্টে নিহত……

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কার্গো ট্রাক উল্টে অন্তত ২২...

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত এতে...

হাদি হত্যাকাণ্ড নিয়ে নানকসহ শীর্ষ আ.লীগ নেতাদের বৈঠক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে তদন্ত শেষে ১৭...

মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনামকরণকৃত ‘ট্রাম্প–কেনেডি সেন্টার’–এ এক অনুষ্ঠানে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভেনেজুয়েলার...