Home জাতীয় আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার
জাতীয়

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার

Share
Share

ব্ল্যাকমেইল, প্রতারণা ও তথাকথিত মামলা বাণিজ্যের অভিযোগে আলোচিত জুলাই আন্দোলনের পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে সংঘটিত একটি বড় অঙ্কের প্রতারণা মামলার তদন্তে তার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি ও মামলার হুমকি দিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের ঘটনায় তাহরিমা জান্নাত সুরভীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় ছিল। এই চক্রটি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের নাম ও আবেগকে ব্যবহার করে ভুক্তভোগীদের মানসিক চাপে ফেলত এবং পরে অর্থ আদায় করত।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্ত চক্রটি গত বছরের জুলাই–আগস্ট মাসে রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত কয়েকটি হত্যা মামলার প্রসঙ্গ তুলে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের ভয় দেখাত। তাদের বলা হতো, চাইলে এসব মামলায় নাম জড়িয়ে দেওয়া, গ্রেপ্তার করানো বা পুলিশি হয়রানির মুখে ফেলা সম্ভব। একই সঙ্গে ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো।

গুলশানের ওই ব্যবসায়ীর ক্ষেত্রে প্রথমে সীমিত অঙ্কের অর্থ নেওয়া হলেও পরবর্তী সময়ে চাপ বাড়িয়ে কোটি টাকার কাছাকাছি অর্থ আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ভয় দেখানোর কৌশল হিসেবে আন্দোলনের সময়কার পরিচিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, এই চক্রটি শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন সময় একাধিক ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে। যদিও এই অঙ্ক যাচাই-বাছাই এখনও চলমান, তবে একাধিক অভিযোগ ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এক কর্মকর্তা জানান, “এটি একটি সংঘবদ্ধ অপরাধচক্র। প্রতিটি টার্গেট বাছাই করা হতো পরিকল্পিতভাবে। কার কত সম্পদ, কোথায় দুর্বলতা—সব তথ্য সংগ্রহের পর চাপ সৃষ্টি করা হতো।”

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। জুলাই আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি, লাইভ ভিডিও এবং বক্তব্য দ্রুত ভাইরাল হয়। সে সময় নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত করে তোলেন তিনি। পরবর্তীতে সেই পরিচিতিই তাকে সামাজিক মাধ্যমে আলোচিত ও বিতর্কিত করে তোলে।

অভিযোগ রয়েছে, ভাইরাল পরিচিতিকে পুঁজি করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক পরিচয়ের লোকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। এরপর সেই যোগাযোগ ও পরিচিতির গল্প ব্যবহার করে ভুক্তভোগীদের ভয় দেখানো হতো।

পুলিশ জানিয়েছে, তাহরিমার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে। তদন্তের স্বার্থে তার মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, “জুলাই আন্দোলনের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ঘটনার নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে সেটি শুধু আইন লঙ্ঘন নয়—সমাজের জন্যও ভয়ংকর বার্তা বহন করে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”

এই গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, আন্দোলনের আবেগকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা আন্দোলনের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে। আবার কেউ কেউ নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যুবশক্তি নেত্রী তনিমা তন্বী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুবশক্তির এক নেত্রীকে আটক করেছে...

হাদি হত্যা মামলায় নতুন মোড়: সামনে এলো শুটার ফয়সালের নতুন পরিচয়

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে তদন্তে একের পর এক নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে...

Related Articles

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবনের ইতি টেনে দেশের মাটিতে পা রাখার দিনেই...

মিয়ানমারে অবৈধভাবে বাংলাদেশি পণ্য পাচারকালে আটক ২২

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।...

দীপু চন্দ্র দাস হত্যাকে ঘিরে ভারতের দুই রাজ্যে ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ

বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ...

কুমিল্লায় পিস্তল ও বুলেটসহ আটক ১

কুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও বুলেটসহ...