শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী–গজনী সড়কের রাংটিয়া এলাকায় সংঘটিত হয় এই দুর্ঘটনা। নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার আবু তাহেরের ছেলে। আহতরা হলেন কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)।
দুর্ঘটনার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে প্রচণ্ড শব্দে স্থানীয়রা ছুটে আসে। আহত চারজনকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। অন্যদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a comment