ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। তার পরিবারের পক্ষ থেকে সেখানে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
বৃহস্পতিবার শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পেজটির অ্যাডমিনের দেওয়া পোস্টে বলা হয়, হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরেই তার প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।
পোস্টে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। একই সঙ্গে এতে উল্লেখ করা হয়, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন। পাশাপাশি আবেগঘন ভাষায় বলা হয়, যদি তিনি শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে স্বাধীনতাকামী ও নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এছাড়া ওই পোস্টে হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। ওই পোস্টে তার চিকিৎসা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় যাতায়াতের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a comment