ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে ২৭ কেজি গাঁজাসহ মা-মেয়েসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সন্দেহজনকভাবে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার চারজনের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার রিনা বেগম (৪৩), আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার দুলাল মিয়ার স্ত্রী; তার মেয়ে আছমা আক্তার (২৩);একই উপজেলার নয়াদিল এলাকার মালু মিয়ার ছেলে আ. হান্নান (৪৫); এবং কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ইকবাল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪০)।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা গাঁজার পরিমাণ বিবেচনায় এটিকে একটি বড় চালান হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে মোট ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যা ব্যাটারিচালিত অটোরিকশায় করে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা চলছিল।
পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাদের অপরাধমূলক নেটওয়ার্ক, সহযোগী এবং মাদক সরবরাহ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ রুটগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Leave a comment