অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আসিফ মাহমুদ। “আমাদের ছাত্র সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আসিফ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আন্দোলন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীর মতো সেও নির্যাতনের শিকার হয়েছে। সে সবসময়ই আমাদের রাজনীতির অংশ ছিল। এবার তাকে আরও সম্মানজনক পদে দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, “আমরা যেকোনো মূল্যে আসিফকে দলে ফেরাতে চাই। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছি।”
বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। কোন দল থেকে করব—সেটা পরে জানাব।”
রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে জোরালো আলোচনা চলছে—আসিফ মাহমুদ সম্ভবত ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি ইতোমধ্যে এ আসনের ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে তিনজন উপদেষ্টার দায়িত্ব পান। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি; পরে তাকে স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দলীয় সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের সংবেদনশীল দায়িত্ব পালন করলেও আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার আগ্রহই তাকে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।
পদত্যাগের ঘোষণা এবং পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদে সম্ভাব্য প্রত্যাবর্তন—উভয়ই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে জটিলতা ও নতুন সমীকরণের সম্ভাবনা ততই বাড়ছে। আসিফ মাহমুদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং কোন দল থেকে তিনি সংসদ নির্বাচনে অংশ নেবেন—তা নিয়ে এখন রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
Leave a comment