তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানা–গাজিয়ানটেপ মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে সাতজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের দপ্তর ঘটনাটি নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, ইস্তাম্বুল থেকে যাত্রা করা বাসটি ভোরের দিকে মহাসড়কে থাকা একটি লরিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এর ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ধাক্কার পর বাসটির একটি টায়ারও ফেটে যায়, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়ায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে আছে এবং সংঘর্ষের তীব্রতায় যাত্রীরা ছিটকে পড়েন। দুর্ঘটনাস্থলটি গাজিয়ানটেপ শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) পশ্চিমে অবস্থিত।
গভর্নর কার্যালয় জানায়, নিহত ও আহত সবাই বাসের যাত্রী। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে। এদিকে লরি চালক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেও তাকে আটক করেছে পুলিশ।ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের প্রাসঙ্গিক অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তুরস্কে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা পরিবহন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
Leave a comment