সাভারে নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে মিলন হোসেন (১৬) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে সাভার মডেল থানা
পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিং এলাকার ভেতরের জঙ্গল থেকে কঙ্কালটি পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুমন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মিলন হোসেন নেত্রকোণার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ভাড়া থেকে তিনি অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে জঙ্গল এলাকায় মিলনের মা জোসনা বেগম ছেলের ব্যবহৃত গেঞ্জি ও প্যান্ট পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে গেলে কিছু দূরেই একটি কঙ্কাল দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। মিলনের গেঞ্জি ও প্যান্ট দেখে জোসনা বেগম কঙ্কালটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন,“গেঞ্জি-প্যান্ট দেখে মিলনের মা মরদেহ শনাক্ত করেছেন। কঙ্কালটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মিলন নিখোঁজের ঘটনায় তাঁর মা প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যা পরে মামলা হিসেবে রেজিস্টার করা হয়। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়াকে আটক করা হয়েছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মিলন। পরদিন তাঁর মা আশুলিয়া থানায় জিডি করেন। পরে ১৮ নভেম্বর জিডিটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
Leave a comment