টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মা নামের একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
ভোক্তা অধিদফতর জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম লাজফার্মায় নকল ওষুধ বিক্রির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই সেদিন রাতেই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়।
পরবর্তীতে পরীক্ষাগারে যাচাইয়ে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিকার আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরই অভিযান চালানো হয়েছে, এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ” জরিমানার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়,“আমাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে। এজন্য আমরা জরিমানা পরিশোধ করেছি।”
Leave a comment