হবিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশ সদস্য, নারী ও পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মসজিদের জমি চাষাবাদ নিয়ে আব্দুল হেকিম ও একই গ্রামের হালীম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মুহূর্তেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোটা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের বহু মানুষ আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—সজ্জল মিয়া (৩৪), জুয়েল মিয়া (৪৮), জাফর মিয়া (৩৬), ফুলমান মিয়া (৭০), সাকিব মিয়া (৩২), মোছা. রোপ বাহার (৬০), দুলেনা বেগম (৫৫), সানজিদা আক্তার (১৭), মোতালিম মিয়া (৫২), আরব আলী (৬৫), শছতির মিয়া (৬৭), জুহাস মিয়া (২৫), মোফাজ্জল হোসেন (৩৫), আতিকুল মিয়া (২৫), সাইদুর মিয়া (২৬), মোরসালিন (২৭), আব্দুল হালিম (৬০), বাহাদুর মিয়া (১৬), শহিদুল মিয়া (১৯), আব্দুল হেকিম (৬০), নুর হোসেন (৫৫), মুরসালিন (২৫), পলাশ (৩৫), উলদত আলী (৬৬), কাছম মিয়া (৫৫), মিরজান (১৮), তানভীর (২৩), জহিরুল (১৯), ইউসুফ (৩০), সাব্বির মিয়া (১৯), হাফসা বেগম (৫২), মাহফুজ (১৬), লোকমান মিয়া (৭৫), রায়হান (১৬), রফিকুল ইসলাম (৪৫), শাকিব (২৫), রোজ বাহার (৬০) এবং আলমগীর মিয়া (৩৫)।
এদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, জমি বিরোধের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment