হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৯ জন বাসিন্দা। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের ওই বিশাল আবাসিক কমপ্লেক্সে আগুন লাগলে মুহূর্তেই তা একাধিক টাওয়ারে ছড়িয়ে পড়ে।
ভবনের ভেতরে অনেকেই আটকে থাকতে পারেন, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, আগুন লাগার পর কয়েক ঘণ্টা ধরে ভবনের বিভিন্ন তলায় আটকা পড়া মানুষের আর্তনাদ শোনা যায়। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, অন্তত ৮০০ দমকলকর্মী টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ৩১ তলা ভবনগুলোর বিভিন্ন তলায় আটকে যাওয়া বাসিন্দাদের উদ্ধার করতে গিয়ে বেশ কয়েকজন দমকল সদস্য আহত হয়েছেন।
নির্বাহী প্রধান জন লি সংবাদমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে । তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ওয়াং ফুক কোর্টে মোট আটটি ব্লক রয়েছে, যেখানে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। ১৯৮৩ সালে নির্মিত এই আবাসিক টাওয়ারগুলোতে সম্প্রতি পুনঃনির্মাণ ও সংস্কারের কাজ চলছিল। ভবনের বাইরের অংশ বাঁশ ও নেট দিয়ে ঢাকা ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাঁশের কাঠামোতে আগুন লেগে অল্প সময়েই পুরো বাইরের অংশে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। দমকল সূত্র বলছে, নির্মাণসামগ্রী ও বাঁশের কাঠামো অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়িয়ে তোলে। সরকারি হিসাবে অন্তত ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে পরিবারগুলো উদ্বেগ প্রকাশ করছে। উদ্ধারকর্মীরা প্রতি তলা তল্লাশি করে আটকে থাকা বা আহতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, আগুন লাগার সময় ভবনের অ্যালার্ম সঠিকভাবে বাজেনি বা অনেকে শুনতে পাননি—ফলে বের হতে দেরি হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৪৫ জন গুরুতর দগ্ধ বা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা এলাকাজুড়ে জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। নিখোঁজ মানুষের মরদেহ শনাক্ত করা এবং পরিবারগুলোকে তথ্য দেওয়ার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।
Leave a comment