নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের দশম তলার ফ্ল্যাট থেকে মো. নাহিদ হাসান প্লাবন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত নাহিদ হাসান প্লাবন নারায়ণগঞ্জ সদর থানার পুরান গোগনগর আলীরটেক এলাকার ইসমাইল দেওয়ানের ছেলে। তিনি ফতুল্লার পূর্ব কাইয়ুমপুর মৎস্য অফিসের পাশে অবস্থিত মতলব টাওয়ারের দশম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া জানান, সকালে নাহিদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হলে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন, নাহিদ গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মো. কাজী ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a comment