ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA) বুধবার (১৯ নভেম্বর) লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই আনমোল বিষ্ণোইকে গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্র থেকে ভারতের প্রত্যার্পণের পর দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। দিল্লির আদালত তাকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। দেশীয় গণমাধ্যমে বলা হয়েছে, ৩১টি মামলার আসামি হিসেবে পুলিশ আনমোলকে খুঁজছিল
২০২২ সালের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আনমোলের নাম রয়েছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে, এছাড়াও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও উঠেছে।
২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান নেয় আনমোল বিষ্ণোই। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয় তাকে। তারপরে ভারত সরকারের আবেদন ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে আনমোলকে দেশে প্রত্যার্পণ করা হয়। আনমোল হলেন ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই। এই পরিবার ও গ্যাংয়ের সঙ্গে বিভিন্ন হাইপ্রোফাইল হত্যাকাণ্ড, অস্ত্র সহিংসতা ও অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে।
এখন আনমোলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা মামলা, ভারতে দায়েরকৃত অপরাধমূলক অভিযোগ এবং উচ্চপ্রোফাইল হত্যাকাণ্ড সম্পর্কিত মামলা যুক্ত করে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনমোল বিষ্ণোইয়ের গ্রেফতার ভারতের উচ্চপ্রোফাইল সন্ত্রাসী ও গ্যাং-সংক্রান্ত অপরাধের তদন্তে বড় ধাপ হিসেবে কাজ করবে।
Leave a comment