ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে পৌর শহরের রেলওয়ে কুমারপাড়া রেলওয়ে কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে । গ্রেফতারকৃতরা হলেন কুমারপাড়া রেলওয়ে কলোনীর মৃত আবদুল কাদির মিয়ার ছেলে সুজন মিয়া এবং পৌর এলাকার মসজিদপাড়ার শামীম মিয়ার স্ত্রী লিমা বেগম। পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ সুজন মিয়ার বসতঘরে তল্লাশি চালায়।
তল্লাশির সময় একটি কক্ষ থেকে বড় আকারের দুটি বস্তায় রাখা মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা সুজন ও লিমাকে হাতেনাতে গ্রেফতার করে ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা গাঁজাগুলো আদালতে পেশ করার জন্য সংরক্ষণে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশ তৎপর আছে।”
Leave a comment