বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক শ্রমিক পানি ভেবে এসিড পান করার পর কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) রাতে এই মৃত্যু ঘটে। মৃতের নাম শাহজাহান। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা এলাকার নুরুল আলম মিয়াজীর ছেলে।
পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, সকাল থেকে শাহজাহান বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যং মিরঝিরি পাড়া এলাকায় ডিভাইন রাবার বাগানে কাজ করছিলেন। দুপুরের খাবার ও পানি বাসা থেকে নিয়ে তিনি কাজের রুমে রেখে দেন। দুপুরে খাবার খেয়ে পানি পান করার পর তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের ধারণা, পানির বোতলে কেউ ফরমালিন বা এসিড মিশিয়ে থাকতে পারে। মৃতের চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল জানান, দুপুরের জন্য খাবার ও পানি বাসা থেকে নিয়ে যান শাহজাহান। সেই খাবার ও পানি রাবার বাগানের মালামাল রাখার রুমে রেখে কাজ করেন তিনি। এরপর দুপুরে খাবার খেয়ে পানি পান করলে অসুস্থ হয়ে পড়েন । পরে দ্রুত কক্সবাজার হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাইক্ষ্যংছড়ি থানার কর্মকর্তা জানান, পানিতে এসিড মিশানোর বিষয়টি তদন্তের প্রধান অংশ। তিনি বলেন, “আমরা বোতল, রুম এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করে খোঁজখবর নিচ্ছি। ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।
Leave a comment