কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন: লতিফা বেগম (৬৫) – যোগিপোল এলাকার নান্নু শেখের স্ত্রী, অপরজন হলেন বিউটি বেগম (৪০) – পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী । আহতরা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা প্রতিদিনের মতো এইচ অ্যান্ড এস গ্লাস ফ্যাক্টরিতে কাজের জন্য ব্যাটারিচালিত ভ্যানযোগে নওপাড়া থেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। সে সময় মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ভ্যানের পেছনে ধাক্কা মারে।
ধাক্কায় ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন, যেখানে দু’জন মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়। মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:“নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন যাত্রী নিহত হয়েছে। বেপরোয়া মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
Leave a comment