ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক অনুষ্ঠানে এক গায়কের সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরীমণি নিজেই সেলফি মোডে ভিডিওটি ধারণ করছেন। রাতের এক অনুষ্ঠানে সরাসরি সংগীত উপভোগ করছিলেন তিনি। এ সময় মঞ্চে একজন গায়ক জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’ পরিবেশন করছিলেন। গানটির মাঝপথে গায়ক মাইক্রোফোন হাতে পরীমণির কাছে আসেন এবং তাকে সঙ্গ দিতে আহ্বান জানান।
পরীমণি হাসিমুখে তার সঙ্গে কণ্ঠ মেলান। দুজনকে একসঙ্গে গাইতে দেখা যায়—“এই মন তোমাকে দিলাম।” মুহূর্তটির আবেগময়তা আরও বেড়ে যায় যখন গায়ক তার দিকে এগিয়ে আসেন এবং পরীমণি হাত বাড়ালে দুজনের হাত মিলিত হয়। গান গাওয়ার সময় পরীমণি ক্যামেরার দিকেও তাকিয়ে আঙুল তুলে বলেন—“এই মন তোমাকে দিলাম।” পরে ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “এই প্রেম তোমাকে দিলাম।”
তবে এই ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ভক্ত পরীমণির নির্ভার ও আনন্দঘন মুহূর্তটিকে প্রশংসা করলেও, আরেক অংশ তার আচরণকে ‘অতিরিক্ত’ বলে মন্তব্য করেন।
একজন নেটিজেন লিখেছেন, “গান করো ভালো কথা, কিন্তু এত ঘনিষ্ঠ হয়ে কেন?” অন্য একজন লিখেছেন, “পরীর প্রেমের গল্প যেন শেষ হয় না।” কিছু মন্তব্যে তার ব্যক্তিগত জীবন ও অতীত সম্পর্ক নিয়ে কটূ মন্তব্যও দেখা গেছে। এ নিয়ে পরীমণির পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। তবে কাছের সূত্র জানিয়েছে, এটি ছিল “শুধু একটি আনন্দঘন মুহূর্ত”, যেখানে কোনো ‘নেতিবাচক উদ্দেশ্য’ ছিল না।
উল্লেখ্য, পরীমণি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত তারকা। *‘রানা প্লাজা’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’*সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে তার ক্যারিয়ারের মতোই ব্যক্তিগত জীবনও বারবার আলোচনায় এসেছে—বিয়ে, বিচ্ছেদ, মাতৃত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা অভিব্যক্তি নিয়ে তিনি প্রায়ই সমালোচনার মুখে পড়েন।
Leave a comment