আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। এই তালিকায় জায়গা হয়নি দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার। তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) এখনো শূন্য রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে আলোচিত স্বতন্ত্র প্রার্থী, সংগীতশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রকাশ্যে রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেত্রী রুমিন ফারহানাকে “ত্যাগী ও সাহসী কণ্ঠ” বলে উল্লেখ করেন এবং তাকে মনোনয়ন না দেওয়াকে “অন্যায়” বলে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন,“বিএনপির দুঃসময়ের সাথি, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর একাধিকবার হামলার সময় তিনি বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছিলেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে যোগ্য ও জনপ্রিয়। কিন্তু তাকে মনোনয়ন না দেওয়া অন্যায়।”
তিনি আরও লেখেন,“আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আগামী দিনের দেশগড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করুন। স্বৈরাচারমুক্ত দেশ গঠনে রুমিন ফারহানা আপার মতো নেতৃত্বের আজ ভীষণ প্রয়োজন।”
বিএনপির ভেতরে রুমিন ফারহানার মনোনয়ন বঞ্চনা নিয়ে তীব্র আলোচনা চলছে। তিনি শুধু দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নন, বরং সাম্প্রতিক বছরগুলোতে বিএনপির মুখপাত্র হিসেবেও বেশ সক্রিয় ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য ও টকশোতে উপস্থিতির মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ে স্থানীয় সাংগঠনিক প্রভাব, রাজনৈতিক ভারসাম্য ও নতুন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে রুমিন ফারহানার নাম তালিকায় না থাকায় অনেক সমর্থকই সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা ২০১৯ সালে বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অকুতোভয় বক্তব্য, দৃঢ় রাজনৈতিক অবস্থান এবং নারীবিষয়ক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি দ্রুত আলোচনায় আসেন।
Leave a comment