পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। স্থানীয় জেলে আব্দুল মান্নান মাঝির জালে সোমবার (৩ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। মাছটি মহিপুর মৎস্য বন্দরের একটি আড়তে আনা হলে রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা এবং আকর্ষণীয় রূপ দেখে মানুষ ভিড় করেন। কেউ একে ‘বাঘা মাছ’ আবার কেউ ‘রাওয়া মাছ’ নামে চেনেন।
জেলে মান্নান মাঝি জানান, পরশু তিনি কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই সুন্দর রঙিন মাছটি ধরা পড়ে। তিনি জানান, দেখতে সুন্দর হলেও পরে জানতে পারলেন মাছটি অনেক বিষাক্ত। মুন্নি ফিশ ম্যানেজার হিরন বলেন, প্রথমে তিনি এটিকে সাধারণ মাছ মনে করেছিলেন। পরে দেখেন মাছটির রঙ অদ্ভুত এবং পাখনাগুলো কাঁটার মতো। তখনই তিনি অনুমান করেন, এটি বিরল প্রজাতির লায়নফিশ।
বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে বসবাস করে। এটি অত্যন্ত দক্ষ শিকারি এবং ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। তবে এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো পাখনায় থাকা বিষ। পাখনা স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া ঘটতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, লায়নফিশের পাখনায় বিষ থাকায় জেলেদের জন্য এটি বিপজ্জনক। অসতর্কভাবে ধরলে কাঁটার প্রভাব মারাত্মক হতে পারে। তাই এই মাছ ধরার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment