বাগেরহাট সদর উপজেলার কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্র শাকিব হাওলাদার (১৮) । সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শাকিব হাওলাদার কাফুরপুরা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের নিয়মিত ছাত্র ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় শাকিব সহপাঠীদের সঙ্গে কথা বলছিলেন এবং দোতলার গাইড ওয়ালে হেলান দিয়ে ছিলেন। হঠাৎ দেয়াল ভেঙে দেয়ালের অংশটি তার শরীরে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
শাকিবকে সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলেজের অধ্যক্ষ শেখ শুকুর আলী বলেন, “শাকিব নিয়মিত ছাত্র ছিলেন। ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে কথা বলার সময় এক্সিডেন্ট ঘটে। এটা সত্যিই মর্মান্তিক ঘটনা।”
শাকিব হাওলাদারের মা শাহীনুর বেগম জানান, তার স্বামী প্রায় ১৪ বছর আগে ২ ছেলেকে রেখে ক্যান্সারে মারা যান। দরিদ্র পরিবারে তিনি অতি কষ্টে সন্তানদের লেখাপড়া করান। শাকিবের এমন অপমৃত্যু তিনি কিছুতেই মানতে পারছেন না। বাগেরহাটের স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর তারা কলেজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment