ভারতের তেলেঙ্গানায় শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার ওই এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় একটি ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় সেটি আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ট্রাকটি উল্টে গিয়ে এতে থাকা পাথরের বোঝা বাসের ওপর পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অনেকে হতাহত হন।
বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তারা মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশের কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।
এর আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গত শনিবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হন। মাত্র দুই দিনের ব্যবধানে এই দুটি দুর্ঘটনায় প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। এতে ভারতের সড়ক নিরাপত্তার দুর্বল দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন- দ্রুতগতির যানবাহন, ত্রুটিপূর্ণ ওভারটেক এবং রাস্তার অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনার মূল কারণ।
Leave a comment