Home Health যশোরে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, বেশির ভাগই শিক্ষার্থী
Healthআঞ্চলিকজাতীয়

যশোরে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, বেশির ভাগই শিক্ষার্থী

Share
Share

সীমান্তবর্তী জেলা যশোরে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে—এই সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ শিক্ষার্থীরা, যাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত যশোরে ৪০ জনের বেশি ব্যক্তি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ—২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২৫, যার মধ্যে শিক্ষার্থী ছিলেন ১২ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৪ জন নারী। হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে বর্তমানে ২২০ জন এইডস আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে যশোর ছাড়াও খুলনা বিভাগের অন্যান্য জেলার রোগীও রয়েছেন।

চিকিৎসা সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া আক্রান্তদের মধ্যে ২৩ জন সমকামী সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। গত বছর যশোর জেলায় পাঁচজন এইডস রোগীর মৃত্যু হয়েছিল।

প্রায় ৩০ লাখ জনসংখ্যার যশোরে প্রতি এক লাখে একজন এইচআইভি রোগী শনাক্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সীমান্তবর্তী অবস্থান, অসচেতনতা, যৌনকর্ম ও মাদক ব্যবহার, এবং যৌন শিক্ষা ঘাটতি—এসব কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

যশোরের স্বাস্থ্যকর্মীরা জানান, সীমান্ত এলাকায় অনিয়ন্ত্রিত মানব চলাচল ও যৌনপেশার বিস্তৃতি সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। স্থানীয় এনজিওগুলোর তথ্যমতে, অনেক তরুণ গোপনে ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্কে জড়াচ্ছেন, যা এইচআইভি সংক্রমণ বাড়াচ্ছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি সেন্টারের প্রধান সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা বলেন,“তরুণদের মধ্যে এইচআইভি আক্রান্তের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের কৌতূহল, সামাজিক প্রভাব ও অনলাইন যোগাযোগের সুযোগ এখন অনেক ক্ষেত্রেই সহলিঙ্গের প্রতি ঝোঁক সৃষ্টি করছে। এটি সামাজিক বিভ্রান্তি ও নিরাপত্তাহীন যৌন আচরণের ফল।”

তিনি জানান, অনেক তরুণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা সচেতনতা সেমিনারে অংশ নিচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেরিতে শনাক্ত হচ্ছেন, ফলে চিকিৎসা শুরুতে বিলম্ব হচ্ছে। যশোরে বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এইচআইভি প্রতিরোধে কাজ করছে। জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত ক্যাম্প, পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন, সচেতনতা ও শিক্ষার অভাব এখনো বড় বাধা।

ডা. কানিজ ফাতেমা বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা জোরদার করতে হবে। কিশোর-তরুণদের জন্য আলাদা কাউন্সেলিং ও গোপনীয় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।” তিনি আরও বলেন, “শুধু স্বাস্থ্য খাতে নয়, সামাজিক ও পারিবারিক পর্যায়ে এই বিষয়টি নিয়ে মুক্ত আলোচনা প্রয়োজন। নীরবতা ও লজ্জা সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।”

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির (এনএএসপি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজারের বেশি এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৯ হাজার নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়, এরপরই খুলনা বিভাগে, যেখানে যশোর অন্যতম ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে এইচআইভির বিস্তার রোধ করতে হলে এখনই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্য শিক্ষা, পরিবার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা, এবং অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আধাঘণ্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরের আকাশে আধাঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উভয় দুর্ঘটনায় সব ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা...

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

বরিশালের এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী...

Related Articles

নির্বাচনে অংশ নিতে না পারলে গণভোট বয়কটের হুঁশিয়ারি শেখ হাসিনার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন যে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ...

“আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন” — হাফেজ ত্বকীর বাবা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (২৫)।...

পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় মফিজুল মৃধা (৩৮) নামে স্থানীয় বিএনপি নেতাকে...

পদ্মা নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে ভেসে আসা লিটন (৩০) নামে এক যুবকের...