বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ–পশ্চিম, পশ্চিম–মধ্য ও দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে।
আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। সোমবার রাত ৯টার বুলেটিনে জানানো হয়, মোন্থা মঙ্গলবার সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যার পর উপকূলে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০–১০০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিন রাজ্যেই মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলে প্রস্তুতি পরিস্থিতি খোঁজ নেন। আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন ও কন্ট্রোলরুম খোলা রয়েছে।
তামিলনাড়ুর উপকূলে ইতোমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। চেন্নাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তেলঙ্গানার পেডাপল্লি ও আদিলাবাদসহ কিছু জেলায় এবং কর্নাটকের উপকূলবর্তী উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রেল যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কায় দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় রেল বিভাগ একাধিক ট্রেন বাতিল করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায়ও ট্রেন চলাচলে বাধা পড়েছে। বিমান সংস্থা ইন্ডিগো যাত্রীদের সতর্ক থেকে যাত্রা পরিকল্পনা করতে বলেছে।
ওড়িশার গজপতি জেলায় সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। রাজ্যের আটটি জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, এবং উপকূলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a comment