চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শওকত (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার উত্তর কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত শওকতকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একা বসবাস করা ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে মুখ চেপে ধর্ষণ করে পালিয়ে যান শওকত। পরে প্রতিবেশীদের সহায়তায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
Leave a comment