কক্সবাজারের পেকুয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেটের দুই এজেন্টকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—পেকুয়া সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মো. ইমতিয়াজুল হক (২৮) এবং একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)।
অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনগুলোতে ‘1x bet’ নামে একটি আন্তর্জাতিক অনলাইন জুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ৬১ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া ও চকরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সিন্ডিকেট সক্রিয় রয়েছে। মূলত স্কুল ও কলেজপড়ুয়া তরুণদের প্রলোভনে ফেলে তারা জুয়ার জগতে টেনে নিচ্ছিল। অনলাইন প্রযুক্তি ব্যবহার করে এই দুই এজেন্ট দীর্ঘদিন ধরে 1x bet প্ল্যাটফর্মে মাস্টার এজেন্ট হিসেবে কাজ করছিলেন, যেখানে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন হতো।
একজন পুলিশ কর্মকর্তা জানান, আটক ইমতিয়াজুল ও রাহাতুল স্থানীয় তরুণদের মধ্যে “সহজে টাকা আয়ের” প্রলোভন দেখিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে বাজি খেলায় অংশ নিতে উৎসাহ দিতেন। পরবর্তীতে তারা অংশগ্রহণকারীদের কাছ থেকে কমিশন নিতেন এবং ওই টাকা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আন্তর্জাতিক সার্ভারে পাঠানো হতো।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় সাবেক গুলদি ব্রিজ সংলগ্ন একটি দোকানঘরে অবস্থানরত অবস্থায় ইমতিয়াজুল ও রাহাতুলকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর পেট্রোল টিমের একজন ক্যাপ্টেন। অভিযান শেষে আটক ব্যক্তিদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “আটক দুইজন অনলাইন জুয়া প্ল্যাটফর্মের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছিল। তাদের মোবাইলে লেনদেনের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার অপরাধ দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
বিশেষজ্ঞদের মতে, দেশে সম্প্রতি অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অর্থপাচার ও যুবসমাজের অবক্ষয় উদ্বেগজনক হারে বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বেশ কয়েকটি আন্তর্জাতিক জুয়া প্ল্যাটফর্ম এখন বাংলাদেশি তরুণদের লক্ষ্য করে গোপনে প্রচারণা চালাচ্ছে।
Leave a comment