চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কাটার সময় টিলা ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হিলবালু খালী ছানাগোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি টিলা থেকে মাটি কেটে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু আগে আরিফসহ কয়েকজন শ্রমিক টিলা থেকে মাটি কাটছিলেন। হঠাৎ পাহাড়ের একাংশ ধসে পড়ে আরিফকে সম্পূর্ণভাবে মাটিচাপা দেয়। সহকর্মী শ্রমিকরা চিৎকার করে আশপাশের মানুষকে খবর দেন এবং তড়িঘড়ি করে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে বেশ কিছু সময় মাটি সরানোর পর আরিফকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ বলেন,“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে নিশ্চিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
চট্টগ্রাম অঞ্চলে টিলা বা পাহাড় কেটে মাটি সংগ্রহ একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে নির্মাণ ও ইটভাটা শিল্পে মাটির ব্যাপক চাহিদার কারণে স্থানীয়ভাবে টিলা কেটে মাটি নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড় ধস, ভূমিধস ও প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে।
Leave a comment