কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পিতাকে হত্যার মামলায় প্রধান আসামি মো. আব্দুল আওয়াল ওরফে বাদল (৪২)–কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি জানান।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল স্বভাবের ছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে তিন মাস আগে স্ত্রী, তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে বাদল তার পিতা আ. মালেকের ওপর চাপ দিতে থাকেন যেন তিনি স্ত্রী-সন্তানদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। গত ১৬ অক্টোবর বিকেলে বাদল পিতাকে হুমকি দেন—স্ত্রীকে ফিরিয়ে না আনলে তিনি তাকে খুন করবেন।
পরদিন (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বাদল ছোট ভাই খোকন মিয়ার ঘরে প্রবেশ করে পিতা আ. মালেকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন এবং পালিয়ে যান। গুরুতর আহত মালেককে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই বাদল পলাতক ছিলেন। ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়।
এরপর র্যাব-১৪ (কিশোরগঞ্জ) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর যৌথ অভিযানে ২২ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a comment