Home জাতীয় মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা তাহুরা আলী
জাতীয়বিনোদন

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা তাহুরা আলী

Share
Share

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদটি জানান শাওন।

তিনি লেখেন,“নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”

শাওন তার পোস্টে আরও জানান, তার মায়ের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে, এবং দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি অনুরোধ করেন, “সবাই আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বহুমুখী প্রতিভা মেহের আফরোজ শাওন অভিনেত্রী, নাট্যনির্মাতা, গায়িকা এবং প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে সমানভাবে পরিচিত। মায়ের সঙ্গে গভীর সম্পর্কের কথা শাওন প্রায়ই সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন। নানা সময়ে তিনি তার মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। তার সাম্প্রতিক পোস্টেও সেই মমতা ও বেদনার প্রকাশ স্পষ্ট। শাওনের অনুসারী ও ভক্তরা পোস্টে মন্তব্য করে তাকে সমবেদনা জানাচ্ছেন এবং তাহুরা আলীর রুহের মাগফিরাত কামনা করছেন।

তাহুরা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের নাট্য ও সাহিত্য অঙ্গনের অনেকেই। হুমায়ূন আহমেদ পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ছিলেন বিনয়ী, মমতাময়ী ও ধর্মপ্রাণ এক নারী, যিনি সন্তানদের নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে গেছেন।

বেগম তাহুরা আলী শুধু একজন মা নন, ছিলেন পরিবারের দৃঢ় ভিত্তি। সন্তানদের জীবনে তিনি ছিলেন প্রেরণার উৎস ও মানসিক শক্তির ভরসাস্থল। তার মৃত্যুতে শাওন ও পরিবারের অন্য সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শাওনের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শাওন বর্তমানে পরিবারের পাশে থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

হুমায়ূন আহমেদ ফাউন্ডেশন ও নুহাশপল্লীর পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, “বেগম তাহুরা আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ মা ও মানবিক চরিত্রের প্রতীক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।” জীবনের প্রতিটি প্রাপ্তি ও প্রার্থনায় মায়ের উপস্থিতি অনুভব করেন মেহের আফরোজ শাওন। আজ সেই প্রেরণার উৎসকে হারিয়ে তিনি শুধু বলেন— “মা, তোমার প্রার্থনাই ছিল আমার জীবনের আলো।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চকের মধ্যে মাথাবিহীন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চকের মধ্যে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (সকাল ৭টা) উপজেলার...

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী’কে হত্যার পর ঘরে মরদেহ রেখে তালা দিয়ে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৫...

Related Articles

শান্তিরক্ষী বাবার মরদেহের অপেক্ষায় ৩ বছরের ইরফান

সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহিদ হওয়া বাংলাদেশ...

সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ছয়...

শেখ হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন...

সিলেটে তরুণদের বিদেশমুখিতা বাড়ছে, কারণ ….

সিলেটকে বলা হয় ‘দ্বিতীয় লন্ডন’। যুক্তরাজ্যে সিলেটি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে এই...