বাংলা সিনেমার ইতিহাসে আলোচিত নায়ক সালমান শাহের ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক, সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানাকে।
এর আগে ২০২০ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়— সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছিলেন। পিবিআইয়ের প্রতিবেদন প্রকাশের পর খল অভিনেতা আশরাফুল হক ডন বলেন—“আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। ২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে ঘুরেছি। আমার যে ক্ষতি হয়েছে, তার পূরণ কিছুতেই হবে না।”
তিনি আরও বলেন,“সত্য কোনো দিন মিথ্যা হয় না। সালমান শাহ এই দেশের মানুষের কাছে এক আবেগের নাম। আমি বহুবার ভেবেছি, যদি এমন হতো— মীরাকল ঘটে গেছে, সালমান ফিরে এসেছে! আবার আমরা একসঙ্গে সিনেমা করতাম। সালমান আমাকে কতটা ভালোবাসত, সেটা কেবল আমি জানি।”
বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মারা যান। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও, তার পরিবার দাবি করে— এটি একটি পরিকল্পিত হত্যা।
সালমানের মা নীলা চৌধুরী ২০২১ সালে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদন দেন, দাবি করেন— তদন্তটি নিরপেক্ষ ছিল না। সেই আবেদনের পর আদালত পুনরায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন। বর্তমানে এই মামলায় আশরাফুল হক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
Leave a comment