ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’-এর সাফল্যের পর এবার বক্স অফিসে তুমুল ধামাকা করছে আরেক দক্ষিণি ছবি ‘ডুড’।
প্রদীপ রঙ্গনাথন ও মমিথা বাইজু অভিনীত রোমান্টিক ড্রামেডি ‘ডুড’ মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ১১৫ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি মুক্তি পেয়েছে দেওয়ালি উৎসব উপলক্ষে, ছবিটি যে তাই ব্যবসা করবেই, সেটা আগেই ধারণা করা গিয়েছিল।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, “নির্মাতা প্রচলিত রোমান্টিক ট্রপগুলো নিখুঁতভাবে ব্যবহার করেছেন, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে স্টেরিওটাইপ উল্টে দিয়েছেন। গল্পটি সহজে ধরার মতো মনে হলেও চলমান সময়ে দর্শকের ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে।”
‘ডুড’-এর সাফল্য প্রমাণ করছে, প্রদীপ রঙ্গনাথন দক্ষিণ ভারতের তরুণদের মধ্যে এখন জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
Leave a comment