ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রবিবার (১৯ অক্টোবর) সকালে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত মূল্যবান নয়টি সোনার নিদর্শন চুরি করে নিয়ে গেছে। ডাকাতরা মিউজিয়াম খোলার কিছুক্ষণের মধ্যেই অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে এই কাজটি করেছেন।
দুর্বৃত্তরা সেন নদীমুখী একটি মালবাহী লিফট ব্যবহার করে গ্যালারিতে প্রবেশ করেন। কাচ ভেঙে গ্যালারিতে প্রবেশের পর তারা রাজপরিবারের গহনার সংগ্রহশালা থেকে সোনার নিদর্শনগুলো হাতিয়ে নেয়। দ্রুত মোটর-স্কুটারে করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কেউ আহত হয়নি, তবে ঘটনা ফ্রান্সসহ আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরেই ল্যুভর মিউজিয়ামের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। ১৯৯৮ সালে চিত্রকর্ম চুরির পর সাবেক পরিচালক নিরাপত্তা ব্যবস্থাকে ‘নাজুক’ বলেছিলেন। বর্তমান পরিচালক লরেন্স দে কার ২০২১ সালে নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেন।
শ্রমিক ইউনিয়নের অভিযোগ, দর্শনার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু নিরাপত্তাকর্মীর সংখ্যা কমানো হয়েছে; গত ১৫ বছরে প্রায় ২০০ পূর্ণকালীন পদ বাতিল হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের অন্যান্য মিউজিয়ামেও চুরি হয়েছে।২০২৪ সালে দেশটির ২১টি জাতীয় মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষিত ৯৩০ মিলিয়ন ডলারের ল্যুভর সংস্কার প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে নতুন প্রবেশদ্বার, ‘মোনা লিসা’র আলাদা প্রদর্শনী হল এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিগগিরই সর্বাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই ঘটনা শুধু একটি মিউজিয়ামের নয়, বরং ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্য ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে।
সূত্র: রয়টার্স
Leave a comment