ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জনগণের মালিক না, বরং জনগণের সেবক হতে চাই।”
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াতপ্রধান আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জাত, বর্ণ ও ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখতে চায় না। ক্ষমতায় যাওয়ার আগে অনেকে নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে জনগণের পকেটে হাত দেয়।”
তিনি জোর দিয়ে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
Leave a comment