Home Uncategorized অধ্যাদেশ না মানলে সড়ক ছাড়বেন না সাত কলেজের শিক্ষার্থীরা
Uncategorized

অধ্যাদেশ না মানলে সড়ক ছাড়বেন না সাত কলেজের শিক্ষার্থীরা

Share
Share

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নিয়েছেন । তারা দাবী করেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারি করা হোক। শিক্ষার্থীরা জানিয়েছেন, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেছেন:
(.)অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন ও আগামী তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারি।
(.)চলমান সব বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্তীকরণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া।
(.)অধ্যাদেশ জারি হওয়ার পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করে কার্যক্রম শুরু।
(.)সাধারণ শিক্ষার্থীদের ওপর ভয়ভীতি বা ফেল করানোর হুমকি প্রদানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট অবস্থান গ্রহণ।

সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া রোধে ব্যারিকেড বসায়। এই কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নেন। তারা নানা স্লোগান দিয়েছেন—
“অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না!”,
“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে!”,
“শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না!”

চলতি বছরের ২৬ মার্চ সরকার ঘোষণা করে, রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম হিসেবে নির্ধারণ করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সাত সরকারি কলেজের মধ্যে রয়েছে:
• ঢাকা কলেজ
• ইডেন মহিলা কলেজ
• বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
• শহীদ সোহরাওয়ার্দী কলেজ
• কবি নজরুল সরকারি কলেজ
• মিরপুর বাংলা কলেজ
• সরকারি তিতুমীর কলেজ

শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে স্পষ্ট, তারা দ্রুত অধ্যাদেশ জারি এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা চাইছেন, যাতে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করা যায় এবং শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষাজীবন শুরু করতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ (ইন্না লিল্লাহি ওয়া...

চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২...

Related Articles

পূর্ব তিমুর এখন আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পূর্ব তিমুর।...

যেসব অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়: জীবনধারায় সচেতন হওয়ার পরামর্শ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্যমতে, প্রতি বছর কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত...

নেপাল ও ভারতে ভয়াবহ বন্যা-ভূমিধস: ৫৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

দক্ষিণ এশিয়ার পার্বত্য দেশ নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং অঞ্চলে টানা ভারী...

সরকারি চাকরি হারানোর শঙ্কায় চতুর্থ সন্তানকে জঙ্গলে ফেলে দিলেন শিক্ষক

খোলা আকাশের নিচে তিন দিনের এক নবজাতক কাঁদছে, শরীরজুড়ে পিঁপড়ের কামড়, শীতল...