বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫) শিশু অধিকার ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫-এ মনোনীত হয়েছেন । বিশ্বের শিশুদের মধ্যে অসাধারণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেওয়া এই পুরস্কারকে অনেকেই শিশুদের ‘নোবেল পুরস্কার’ বলে থাকেন।
সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে, বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার, শিক্ষা, জলবায়ু ও মানবিক সেবায় কাজ করা শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করে।
গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার রক্ষায় কাজ করছেন সুদীপ্ত। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা রোধে অনলাইন ও মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, অনলাইন ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার ও অনলাইন নিরাপত্তা সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি গ্রামীণ এলাকায় শিশুদের নিয়ে কর্মশালা আয়োজন করছেন, যেখানে শিশু সুরক্ষা, মানসিক সুস্থতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই—যাতে দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হয়।”
কিডসরাইটস ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে। পূর্বে পাকিস্তানের মালালা ইউসুফজাই, ভারতের নিকিল তিওয়ারি ও দক্ষিণ আফ্রিকার মিকাইল সাদিকের মতো শিশুরাও এই পুরস্কার পেয়েছেন।
Leave a comment