Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত তিন পুলিশ, আহত দুই
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত তিন পুলিশ, আহত দুই

Share
Share

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধের তদন্তে ঘটনাস্থলে যান। এ সময়ই তাদের ওপর হামলা হয়।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, এফবিআইয়ের সহায়তায় ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথ তদন্ত টিম গঠন করা হবে। তিনি বলেন, “পুলিশের সব ধরনের সরঞ্জাম এ ঘটনায় কাজে লাগানো হচ্ছে।”

এদিকে আহত দুই কর্মকর্তা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো নর্থ কডোরাস টাউনশিপে গিয়ে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য শোকাবহ ও বিধ্বংসী দিন।”

এ ঘটনা যুক্তরাষ্ট্রে চলতি বছরে পুলিশের ওপর বড় হামলার একটি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতিতে গুলিবিনিময়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

হামলার পর আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে অবস্থানের নির্দেশ দেয়। পরে বিকেলে সেই নির্দেশ তুলে নেওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশবিরোধী এ ধরনের সহিংসতাকে “সমাজের অভিশাপ” বলে উল্লেখ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি, দু’দিনে নিহত ৭

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চার মাস পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত রোববার থেকে শুরু হওয়া সংঘাতে অন্তত...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ ইং। ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বাংলা। ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ২২ দিন বাকি রয়েছে।...

Related Articles

দশ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু  করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দ্রুত নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু...

কঠোর নিরাপত্তায় আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, উত্তেজনা চরমে

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রায় দুই শতাধিক...

মিয়ানমারের হাসপাতালে বিমান হামলা: নিহত কমপক্ষে ৩১

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে...

মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৬...