যশোর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন নারী কয়েদি মোছা. ফাতেমা খাতুন (৩৬)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগার সূত্র জানায়, ফাতেমা খাতুন ঝিনাইদহ সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন এবং আদালত তাকে এক বছরের সাজা দেন। সাজাভোগের সময় তিনি এজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে পর্যায়ক্রমে ঝিনাইদহ, খুলনা ও ঢাকার কারাগার ও হাসপাতালগুলোতে চিকিৎসা করানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবার ঝিনাইদহ হয়ে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের অভ্যন্তরীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফাতেমা খাতুন যশোর সদর থানার রেলগেট পশ্চিম পাড়া এলাকার মো. সেকেন্দার আলীর মেয়ে।
Leave a comment