পাবনার ঈশ্বরদী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন:
• রাবেয়া খাতুন, বয়স ৬, কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে
• আজিবুল সরদার, বয়স ৪, পলান সরদারের ছেলে
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পেছনের পুকুরপাড়ে রাবেয়া ও আজিবুল খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করলে পুকুরে তাদের দেহ পাওয়া যায়।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার তোতা জানান, শিশুদের খেলা করার সময়ই দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment