অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূরজাহান বেগম নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেছেন এবং আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। নিয়মিত চিকিৎসার জন্য তিনি প্রায়ই সিঙ্গাপুরে যান।
উল্লেখ্য, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
Leave a comment