কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইসমত আরা (২৪), আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় সহযোগী আসামি মো. হাসান (২৪) পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এ অঞ্চলে প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হচ্ছে।
Leave a comment