মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতের দিকে মেরিদা–কামপেচে মহাসড়কে একটি ভারী ট্রেইলার, একটি ট্যাক্সি ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, সংঘর্ষের তীব্রতায় ট্যাক্সি ও প্রাইভেটকার দুটিই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান, বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা এক্সে দেওয়া বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পরপরই জরুরি পরিষেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়েছে।”
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে পুনরায় চলাচল স্বাভাবিক হয়।
এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী ট্রেইলার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্যাক্সি ও প্রাইভেটকারে ধাক্কা দেয়।
স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে বিশেষ টিম গঠন করেছে। নিহতদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়াও চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং মহাসড়কে পর্যাপ্ত নজরদারির অভাবই এর প্রধান কারণ। ইউকাতান উপদ্বীপের এ দুর্ঘটনা সেই চিত্রকেই আরও স্পষ্ট করেছে।
Leave a comment