রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দুই প্রধান প্যানেল ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ ও ছাত্রদল ম্যানুয়াল ভোট গণনা, স্বচ্ছ ব্যালট ব্যবস্থা ও ২৪ ঘণ্টার মধ্যে ছবি যুক্ত ভোটার তালিকা হালনাগাদসহ মোট ১২টি প্রস্তাবনা তুলে ধরেছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উভয় প্যানেলের প্রার্থীরা এই প্রস্তাব উপস্থাপন করেন।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের সহসভাপতি প্রার্থী মেহেদি মারুফ বলেন, ভোটারদের আঙুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা, পর্যাপ্ত সংখ্যক ভোটার বুথ, প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করা এবং নির্বাচনী এজেন্টের উপস্থিতি নিশ্চিত করার মতো পদক্ষেপগুলো তাদের প্রস্তাবের অংশ।
ছাত্রদল মনোনীত প্যানেলের সহসভাপতি প্রার্থী শেখ নূর উদ্দিন আরি বলেন, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি নির্বাচনকে ঘিরে কিছু উদ্বেগ দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্রশিবির অতিরিক্ত সুবিধা নিয়ে প্রভাব বিস্তার করছে এবং প্রশাসন অভিযোগের কোনো যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়েছেন।
উভয় প্যানেলের প্রস্তাবনা তুলে ধরার মাধ্যমে শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
Leave a comment