নিউইয়র্কের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো প্রথমবারের মতো মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছেন। গতকাল শুক্রবার ব্রঙ্কসের ফুতা ইসলামিক সেন্টারে তিনি মুসল্লিদের উদ্দেশে বক্তৃতা দেন। আরবি ভাষায় সালাম জানাতে কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম’। উপস্থিত মুসল্লিরা বিস্মিত হলেও তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
কুমো বলেন, নিউইয়র্ক অভিবাসীদের জন্য সুযোগের বাতিঘর, তাঁর দাদার ইতালি থেকে আসা যাত্রার মতোই এখানে থাকা পশ্চিম আফ্রিকান মুসলিম অভিবাসীদের পথচলা একই রকম। নির্বাচিত হলে তিনি মুসলিমদের সাফল্যের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে সাশ্রয়ী আবাসন ও গণপরিবহনে বিনা মূল্যের প্রতিশ্রুতিও দেন তিনি।
তবে মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ তাঁর গভর্নর থাকার সময় ন্যূনতম মজুরি বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেছেন, আবার অনেকে নির্বাচনের এত কাছে এসে তাঁর মসজিদে আগমনকে নিছক রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। এদিকে স্থানীয় ইমামরা অভিযোগ করেছেন, তাঁদের নাম ভুলবশত কুমোর সমর্থন তালিকায় যুক্ত করা হয়েছিল, যদিও এ বিষয়ে কুমোর প্রচার দল ভুল স্বীকার করেছে।
ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি ইতোমধ্যেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছেন এবং একাধিকবার এই মসজিদে গিয়েছেন। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, কুমো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে আছেন। তবে মসজিদে তাঁর এই উপস্থিতি নিউইয়র্কের মুসলিম ভোটের গুরুত্ব বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন সম্প্রদায়ের নেতারা।
Leave a comment