Home জাতীয় অপরাধ গাজীপুরে জব্দ হলো ভয়ানক যে মাদক
অপরাধ

গাজীপুরে জব্দ হলো ভয়ানক যে মাদক

Share
Share

গাজীপুরের টঙ্গী থেকে ভয়ানক মাদক কেটামিনের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। খাকি রঙের কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া গেলে রাসায়নিক পরীক্ষায় জানা যায়, সেগুলোতে দ্রবীভূত অবস্থায় লুকানো ছিল ৬ দশমিক ৪৪ কেজি কেটামিন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালানটি ইতালিতে পাচারের চেষ্টা হচ্ছিল।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক হাসান মারুফ এসব তথ্য জানান। এ ঘটনায় চাঁদপুরের মতলব থেকে মাসুদুর রহমান জিলানী (২৮) এবং ফরিদপুরের সালথা উপজেলার আটঘর বাজার থেকে আরিফুর রহমান খোকা (৪৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসির ব্যাখ্যায় বলা হয়, কেমিক্যাল ইমপ্রেগনেশন নামক বিশেষ কৌশলে তোয়ালে বা কাপড়কে মাদকের দ্রবণে ভিজিয়ে শুকিয়ে ফেলা হয়। ফলে মাদক ফাইবারে মিশে গিয়ে কাপড়টি দেখতে স্বাভাবিক মনে হয়। পরে বিশেষ ল্যাব প্রসেসে কাপড় থেকে পুনরায় মাদক উত্তোলন করা হয়। আন্তর্জাতিক চক্র এই পদ্ধতি কেটামিন, হেরোইন ও কোকেন পাচারে ব্যবহার করে থাকে।

সংস্থাটি জানায়, কেটামিন একসময় অস্ত্রোপচারে অজ্ঞান করার ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি ভয়ানক মাদক হিসেবে পরিচিত। বিশেষ করে ‘পার্টি ড্রাগ’ হিসেবে এর অপব্যবহার বেড়েছে। স্বল্পমেয়াদে কেটামিন বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক জটিলতা তৈরি করে, আর দীর্ঘমেয়াদে কিডনি ও মূত্রথলির ক্ষতি, মানসিক সমস্যা এবং মারাত্মক আসক্তির ঝুঁকি তৈরি করে।

ডিএনসির মহাপরিচালক বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচারের এ ধরনের কৌশল প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে। গ্রেপ্তার দুইজনের জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে, যাদের আইনের আওতায় আনা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাহাড়ি ঢলে নিয়ন্ত্রণের বাইরে কাপ্তাই হ্রদের পানি, ১৬ গেট দিয়ে পানি নিস্কাশন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। বাঁধের গেট খুলে পানি নিস্কাশন শুরু করলেও পানির চাপ কমানো যাচ্ছে...

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৫, নিন্দায় কাতার ও হামাস

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক নেতাদের টার্গেট করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের পাঁচ সদস্য...

Related Articles

মানিকগঞ্জে টাকার জন্য মা’কে গলা কেটে হত্যা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় টাকা না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করার অভিযোগ...

কক্সবাজারে মাদকাসক্ত চাচার দায়ের কোপে চার বছরের রাইসার মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় নেশার টাকার জন্য ভাতিজিকে খুন করেছে এক মাদকাসক্ত চাচা।...

চট্টগ্রামে বাবার হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে । বাবার হাতে নিহত হয়েছেন...

আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. নাছির উদ্দিন (৩৮)...