কক্সবাজারের রামু উপজেলায় নেশার টাকার জন্য ভাতিজিকে খুন করেছে এক মাদকাসক্ত চাচা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রাইসা মনি রাহী (৪)।
নিহত রাহী উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে। অভিযুক্ত নুরুল হাকিম (২৫) তার আপন চাচা।
পরিবারের সদস্যরা জানান, হাকিম দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত এবং নিয়মিত নেশার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করত। টাকা না পেলে সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়াত।
বুধবার বিকেলেও নেশার টাকার দাবি করে হাকিম। পরিবার তা প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয়ে, সন্ধ্যায় বাড়ির উঠোনে খেলারত অবস্থায় চার বছরের ভাতিজি রাইসার ওপর হঠাৎ দা নিয়ে হামলা চালায়। রাইসা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি (তদন্ত) শেখ ফরিদ বলেন, “নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত চাচা নুরুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”
চার বছরের একটি নিরপরাধ শিশুকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, নেশার কারণে হাকিম প্রায়ই অস্বাভাবিক আচরণ করত। কিন্তু ভাতিজিকে খুন করবে, এমনটি তারা কল্পনাও করতে পারেননি।
বাংলাদেশে মাদকাসক্তি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। শুধু ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক সম্পর্ক ও সামাজিক স্থিতিশীলতাও নষ্ট হচ্ছে এর প্রভাবে। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, মাদক নিয়ন্ত্রণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার না করলে এ ধরনের সহিংসতা আরও বাড়তে পারে।
Leave a comment