গাজায় চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকদের প্রাণহানি নতুন মাত্রা পেয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) খান ইউনিসের একটি হাসপাতালে বোমা হামলায় পাঁচজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার পর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই পরিসংখ্যান দিয়েছে। অথচ এত প্রাণহানির পরও ইসরায়েলি সাংবাদিকদের নীরবতা চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে।
দুই বছর ধরে এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি ইসরায়েলি সাংবাদিক সংগঠনগুলো। তবে সর্বশেষ হত্যাকাণ্ডের পর ইউনিয়ন অব জার্নালিস্টস ইন ইসরায়েল একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছে তারা ‘গভীরভাবে শোকাহত’। কিন্তু বিবৃতিতে নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের জন্য কোনো সংহতি, সহমর্মিতা বা ক্ষোভ প্রকাশ করা হয়নি।
ইসরায়েলি সাংবাদিক ওরি নির লিখেছেন, অতীতে তিনি ও তাঁর সহকর্মীরা ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নির্ভর করেই পশ্চিম তীর ও গাজার সংবাদ সংগ্রহ করতেন। তাঁরা নিরলসভাবে ইসরায়েলি গণমাধ্যমকে তথ্য সরবরাহ করতেন, যদিও এর বিনিময়ে তেমন কিছু পেতেন না। অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বন্ধুত্বেরও। কিন্তু বর্তমানে সেই সম্পর্ক ভেঙে গেছে, তৈরি হয়েছে দূরত্ব।
নিরের মতে, ইসরায়েলি কর্তৃপক্ষ অতীতে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর অযৌক্তিক ব্যবস্থা নিলে ইসরায়েলি সাংবাদিকেরা প্রতিবাদ করতেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, আল-শায়াব পত্রিকার সম্পাদক আকরাম হানিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের সময় ইসরায়েলি সংবাদকর্মীদের প্রতিবাদ। অথচ এখন গাজায় যখন সাংবাদিকেরা ধারাবাহিকভাবে নিহত হচ্ছেন, তখন নীরবতা ভর করেছে ইসরায়েলি গণমাধ্যমে।
তিনি প্রশ্ন তুলেছেন—যখন এত সাংবাদিক হত্যা নথিবদ্ধ করেছে সিপিজে, তখন কি অন্তত নৈতিক প্রতিবাদ বা পেশাগত সংহতি দেখানো অযৌক্তিক হতো? এমনকি এ মাসের শুরুতে আল–জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও তাঁর সহকর্মী নিহত হওয়ার পরও কোনো বিবৃতি দেয়নি ইসরায়েলি সংগঠনগুলো।
ওরি নির মনে করেন, ফিলিস্তিনি সাংবাদিকেরা একদিকে তাঁদের জনগণের স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে পেশাগত দায়িত্বে সত্যের প্রতি অনুগত। তাঁরা নিজেদের জীবন বাজি রেখে গাজায় তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করছেন। অথচ ইসরায়েলি সংবাদমাধ্যম গাজার খবরের জন্য মূলত তাঁদের ওপরই নির্ভরশীল।
তিনি বলেন, “এটা শুধু সাংবাদিকতার দায় নয়, মানবতার বিষয়ও। গাজায় নিহত হাজার হাজার বেসামরিক মানুষের রক্তের মতোই সাংবাদিকদের রক্তও সমান লাল। কিন্তু ইসরায়েলি সাংবাদিকেরা সেই রক্তের প্রতি উদাসীন থেকে নিজেদের পেশাগত নৈতিকতার অবমাননায় আরও গভীরে নামলেন।”
ওরি নিরর লেখা প্রকাশিত হয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজ–এ। তাঁর মতে, ইসরায়েলের মূলধারার গণমাধ্যমের এখনো সময় আছে অন্তত মানবতা ও সহমর্মিতার জায়গা থেকে প্রতিবাদ জানানোর। না হলে ইতিহাসে এই নীরবতা হয়ে থাকবে আরও এক অন্ধকার অধ্যায়।
Leave a comment